বিনোদন ডেস্ক : পরিণীতি চোপড়ার পর প্রিয়াঙ্কা চোপড়ার আর এক বোন বার্বি হান্ডা ওরফে মান্নারাও বলিউডে পা রাখলেন। ‘জিদ’ নামের একটি ছবিতে তিনি খোলামেলা ভাবেই নিজেকে তুলে ধরেছেন। আর এ নিয়ে বলিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
‘জিদ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে মান্নারার। কিছুদিন আগে ছবিটির পোস্টারে টপলেস হয়ে আলোড়ন তুলেছিলেন তিনি। এবার ওই ছবির ট্রেইলারও মুক্তি পেল। পোস্টারের মতোই ছবিতেও উত্তেজক দৃশ্যে ভরপুর। এ বিষয়ে এক সাক্ষাত্কারে মান্নারা বলেন, ‘আমার আকর্ষক শরীর রয়েছে, আর শরীর দেখাতে আমার আপত্তি নেই।’
উল্লেখ্য, বলিউডে আসার পর বার্বির নাম হয়েছে মান্নারা। ফিল্মের প্রযোজক অনুভব সিনহার পরামর্শেই এই নাম বদল। ছবিতে মান্নারা বার্বি ছাড়াও করণবীর শর্মা এবং শ্রদ্ধা দাস অভিনয় করেছেন।
পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানান, ২৮ নভেম্বর ছবিটি মুক্তি দেয়া হবে।