ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সিরিজে ফিরতে মরিয়া জিম্বাবুয়ে

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

taylorস্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে হারের ক্ষত এখনো দগদগে। ঢাকা টেস্টে বাংলাদেশের স্পিন তাণ্ডবের কথা ভোলেননি জিম্বাবুয়ান ক্রিকেটাররা। এর মাঝেই দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতিটা সেরে ফেলেছে ব্রেন্ডন টেলর বাহিনী। আগামীকাল সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে তারা। এক্ষেত্রে নিজেদের কঠিন অনুশীলন, স্পিন সামলানোর টোটকা ও পেসারদের পারফর্ময়েন্স নিয়ে ভালো কিছুর স্বপ্ন দেখছে সফরকারী দলের নেতা।
রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর থেকে সন্ধ্যা নাগাদ টানা আড়াই ঘণ্টা অনুশীলন করে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। এরপর ব্যাট আর বোলিং অনুশীলনও সেরে নেয় তারা। লক্ষ্যটাও করে চূড়ান্ত। সেজন্য অনুশীলন শেষে এক সাক্ষাৎকারে টেলর বলেন, ‘এ টেস্টে আমাদের অবশ্যই জিততে হবে। এখানে আমাদের ভালো করার কোনো বিকল্প নেই।’  খুলনার উইকেট নিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন,‘এটা মিরপুর থেকে ভিন্ন একটা উইকেট। তবে আমরা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। উইকেট যেমনই থাক আমাদের বোলারদের দক্ষতা আছে ভালো করার।’
দ্বিতীয় টেস্টের স্পিন প্রস্তুতি নিয়ে টেলর বলেন, ‘আমরা আমাদের স্পিন ডিপার্টমেন্টে উন্নতি করেছি। উন্নতি হয়েছে ব্যাটিংয়েও। সেজন্য খুব বেশি চিন্তা করতে চাই না আমরা। তাছাড়া স্বাগতিক স্পিনারদের মোকাবেলায় কিছু নির্দিস্ট স্পিন ড্রিলস কাজও করেছি।’ খুলনা টেস্ট যে দুই দলের টেস্ট র্যাংইকিংয়ে বড় ভূমিকা রাখবে সে নিয়েও সচেষ্ট টেলর। তবে ঘরের মাঠে বাংলাদেশের স্পিনাররা এগিয়ে থাকবে এটাও স্বীকার করেন জিম্বাবুয়ের প্রধান সেনাপতি।