ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আইসিস হুমকিতে পাক-আফগান ভূমি

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ISIS-1আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানে ক্রমেই বাড়ছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ভীতি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান ও আল কায়েদার ঐতিহাসিক আবাসস্থল এ দেশ দুটিতে সংঘটিত নাশকতায় আইসের সংযোগ আছে বলে অনুমান করা হচ্ছে।
এর ফলে দেশ দু’টিতে এই শক্তিশালী জঙ্গি গোষ্ঠীর অনুপ্রবেশ ভীতি আরও বৃদ্ধি পেয়েছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে হামলার এ ঘটনাকে স্থানীয় জঙ্গিদের নাশকতা বলে উড়িয়ে দেয়া হয়েছে। তবে উভয় দেশের নিরাপত্তা বিভাগ কীভাবে এ জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলা করা যায় তা নিয়ে ভাবতে শুরু করেছে। খবর ডন নিউজ।
এদিকে, ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়ে স্বঘোষিত খেলাফত ঘোষণা করেছে আইএস। কয়েকমাস আগে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশে লিফলেট বিলিয়ে তাদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করে তারা। সেসময় পাকিস্তানের পাঁচ তালেবান কমান্ডার ও আফগানিস্তানের তিন ক্যাডার তাদের সমর্থন দেয়।
অপরদিকে আইএসের পক্ষে স্লোগান দেয়ার সময় করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রকে আটক করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, আইএস জঙ্গিরা কখনই উত্তরাঞ্চলীয় এলাকায় তাদের ভিত মজবুত করতে পারবে না।
তবে গত মাসের শুরুতে পাকিস্তানের ন্যাশনাল টেরোরিজম এজেন্সি দেশটির ডজন খানেক সরকারি এজেন্সির গার্ডকে আইএসের ব্যাপারে সজাগ থাকার বিষয়ে নির্দেশনা দেয়। এজেন্সির পক্ষ থেকে বলা হয়, মধ্যপ্রাচ্যে সফল আইএস পাকিস্তানে সফলতা পেতে ভয়ানক কিছু করতে পারে।
নির্দেশনাটি এমন এক সময় আসে যখন পাকস্তানের সেনাবাহিনী দেশটির উপজাতী অধ্যুষিত অঞ্চলে তেহরিক ই তালেবানের (টিটিপি) জঙ্গিদের নির্মুল করতে অভিযানে নেমেছে। টিটিপি আইএস ও আল কয়েদার জোরালো সমর্থক। তাদের এক হাজার যোদ্ধা সিরিয়া ও ইরাকে আইএসের হয়ে যুদ্ধ করেছ। এছাড়া জঙ্গি এ সংগঠনটি আরও সাতশ যোদ্ধা মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পানা করেছে। পাকিস্তানের গোয়েন্দারা এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক আমির রানা বলেন, ‘দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় সহিংস ও অহিংসপন্থি ধর্মীয় সংগঠনগুলোর কাছে আইএস প্রধান অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে।’
বিশ্লেষকদের মতে, যদি পাকিস্তান ও আফগানিস্তানে আইএস জঙ্গিরা এক দিনের জন্যও তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে তারা তালেবানের মতো নিজেদের অবস্থান তৈরি করে নিতে সক্ষম হবে।