ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় গ্রিডে বিপর্যয়েও স্বাভাবিক ছিল আরপিসিএল’র ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

RPCL-logo

নিজস্ব প্রতিবেদক : গত শনিবার জাতীয় গ্রিড বিকল হওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসলেও সচল ও স্বাভাবিক ছিল রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)’র ময়মনসিংহস্থ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। দেশব্যাপী বিপর্যয়ের মধ্যেও ময়মনসিংহ শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি অতি অল্প সময়ের মধ্যে জাতীয় গ্রিডেও যুক্ত হয়েছে এই কেন্দ্রের বিদ্যুৎ।
জানা গেছে, দেশব্যাপী চরম বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে কোন বিদ্যুৎ কেন্দ্র যখন সচল করা সম্ভব হচ্ছিল না সেই সময় দেশের একমাত্র ব্ল্যাক স্টার্ট সুবিধা সম্বলিত আরপিসিএল’র এই বিদ্যুৎ কেন্দ্রটি সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুদক্ষ কারিগরি দলের সমন্বয়ে দুপুর সাড়ে বারোটার মধ্যেই চালু করে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করে। এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ক্রমান্বয়ে কিশোরগঞ্জ ও আশুগঞ্জ গ্রিডসহ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহের মাধ্যমে পর্যায়ক্রমে সেগুলো সচল করা হয়। এ প্রেক্ষিতে বিকাল ৪টায় রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়।
সংশ্লিষ্টরা বলেছেন, গ্রিড বিপর্যয়ের এমন পরিস্থিতিতে আরপিসিএল’র ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে যার মাধ্যমে স্বল্পতম সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ২০০৩ ও ২০০৭ সালে জাতীয় গ্রিডে বিপর্যয়ের সময়ও আরপিসিএল’র ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রটি দ্রুততম সময়ে চালুর মাধ্যমে পর্যায়ক্রমে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছিল।