ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নয়, সঙ্কটে বাংলাদেশ : ফখরুল

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১, ২০১৪ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

Khaleda00

নিজস্ব প্রতিবেদক
‘বিএনপিতে কোনো সঙ্কট নেই’ উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা  ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি এখন কোনো সঙ্কটে নেই। বরং বাংলাদেশে এখন সবচেয়ে বড় সঙ্কট চলছে।’
তিনি বলেন, ‘এখন গণতন্ত্র ও দেশের অস্তিত্ব টিকিয়ে রাখাই বড় সঙ্কট। প্রধানমন্ত্রী যেভাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন তাতে রাজনীতি কলুষিত হচ্ছে।’
সোমবার দুপুরে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি আন্দোলনে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে।’
এদিন বেলা ১১টা ২০ মিনিটে সমাধি প্রাঙ্গণে আসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা  জিয়া। এ  সময় তার সঙ্গে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকাল ৬টা থেকেই রাজধানীর শেরে বাংলানগর এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) সেখানে বিনামূল্যে রক্তদান কর্মসূচি গ্রহণ করেছে।