ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আগ্রহী নন ববিতা

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

Nari_komandoমাত্র তেরো বছর বয়স থেকে চলচ্চিত্রে অভিনয়ে যুক্ত তিনি। বলা যায় পুতুল খেলার বয়স থেকে চলচ্চিত্রে অভিনয় করছেন ববিতা। বাংলাদেশের চলচ্চিত্র জগতের সোনালী অকাশের উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় এই অভিনেত্রী। চলচ্চিত্রের সবখানেই তার সফল পদচারণা। তবে এবার ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবি নিয়ে ব্যাপক অনীহা প্রকাশ করেছেন ববিতা।

ডিজিটাল ফরম্যাটে নির্মিত চার-পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর একসঙ্গে পাঁচটি ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবির কাজে চুক্তিবদ্ধ হলেও তা ছেড়ে দিয়েছেন ববিতা। তার ভাষায়, মাঝে আমি ডিজিটাল ফরম্যাটের পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েও সেগুলোর কাজ ছেড়ে দিয়েছি। ছবিগুলোর সাইনিং মানিও সবাইকে ফেরত দিয়ে দিয়েছি।

এ ছবির প্রতি অনীহার ব্যাপারে ববিতা জানালেন, ডিজিটাল ফরম্যাটে ছবি নির্মাণের হিড়িক শুরু হওয়ার পর আমি নিজেও না বুঝে চার পাঁচটি কাজ করেছি। তবে এর অভিজ্ঞতা আমার জন্য সুখকর ছিল না। হয়তো ওই সব নির্মাতা তাঁদের কাজ দিয়ে আমাকে মুগ্ধ করতে পারেননি।

তিনি আরো বলেন, আগে আমাদের কাজের ধরন ছিল একেবারেই অন্য রকম। এখন সে চিত্র ভিন্ন। সত্যি কথা বলতে ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিতে অভিনয় করে আমি কোনো আনন্দ পাইনি।

এসব ছবিকে আমার না মনে হয় নাটক, না টেলিফিল্ম, না সিনেমা। কোন নামে যে এসব ছবিকে সংজ্ঞায়িত করব, তাও ভেবে পাই না। এটাও বলা যেতে পারে, ডিজিটাল ছবির সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। বহু নির্মাতারাই কিন্তু এখন ডিজিটাল ফরম্যাটে ছবি নির্মাণ করছেন।

বাংলাদেশেও বেশ কিছুদিন ধরেই এ প্রযুক্তিতে ছবি নির্মিত হচ্ছে। কিন্তু আমাদের দেশে ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিগুলো এখনো পরিপূর্ণভাবে ছবি হয়ে ওঠেনি। এর জন্য দরকার নির্মাতাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ। একটা প্রযুক্তি এসেছে, তাই বলে বুঝে না বুঝে কাজ করব তা তো হয় না।