ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শেয়ার বাজারে ব্যাপক দরপতন

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

dseদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার ব্যাপক দরপতন হয়েছে। একইসঙ্গে কমেছে মূল্যসূচক।

এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৮ পয়েন্ট কমে ৫ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে এক হাজার ৯১৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ২০৪ পয়েন্টে স্থির হয়। খবর বাসস‘র।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির কমেছে ২০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, সামিট অ্যালিয়েন্স পোর্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিক, বিইডিএল, তিতাস গ্যাস, কেয়া কসমেটিক্স, কেসিপিল ও এসপিপিসিএল।

লেনদেন হয়েছে মোট ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৭২৪ কোটি ৮৪ লাখ টাকা।

এর আগে বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ১৭১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৯৪২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ২১৮ পয়েন্ট হয়।

দুপুর ১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ১৪৩ পয়েন্টে, ডিএস-৩০ পয়েন্ট কমে এক হাজার ৯৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ২১৩ পয়েন্টে স্থির হয়।