ঢাকারবিবার , ২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ট্যানারি শিল্প স্থানান্তরে ঋণ নীতিমালা শিথিল

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২, ২০১৪ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

tenariট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের ঋণ সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যাংকগুলোর জন্য কিছু নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নীতিমালা অনুযায়ী এখন ব্যাংকগুলো সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত বা স্থানান্তরাধীন ট্যানারিগুলোর অনিয়মিত ঋণ ব্লক একাউন্টে স্থানান্তর করতে পারবে। তাছাড়া মরেটরিয়াম সুবিধা প্রদান ও নমনীয় পরিশোধসূচি নিরূপণও করতে পারবে ব্যাংকগুলো।

রবিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপণের কপি ইতোমধ্যেই সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব সুবিধা পেতে আগামী ৬ মাসের মধ্যে ঋণ গ্রহীতাকে ট্যানারি কারখানা সাভারের চামড়া শিল্পনগরীতে ̄স্থানান্তরের বা স্থানান্তর কার্যক্রম শুরু করতে হবে এবং এর স্বপক্ষে প্রমাণাদি ও প্রাসঙ্গিক কাগজাদিসহ সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। ট্যানারি কারখানা স্থানান্তরের বা স্থানান্তর কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংকের সন্তুষ্টি সাপেক্ষে এ সুবিধাদি প্রযোজ্য বিবেচিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

যে সব ট্যানারির বিরুদ্ধে মামলা রয়েছে সেগুলো সোলেনামার ভিত্তিতে নিষ্পত্তি করা যেতে পারে। স্থানান্তরিত বা স্থানান্তরাধীন ট্যানারিগুলোর যেসব ঋণ হিসাব ইতোমধ্যে পুনঃতফসিলকরণ হয়েছে সেসব ঋণ হিসাবের জন্যও এ সুবিধা প্রযোজ্য বিবেচনা করা যাবে বলেও প্রজ্ঞাপণে বলা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ পরিশোধের জন্য ব্যাংকগুলো ট্যানারিগুলোকে এক বছরের মরেটরিয়াম সুবিধা প্রদান ও পরবর্তী সর্বোচ্চ ৮ বছর পরিশোধের সময় বেঁধে দিতে পারবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্লক অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের ওপর ১০ শতাংশ অথবা কস্ট অব ফান্ড হার এ দুয়ের মধ্যে যেটি কম সে হারে সুদ ধার্য করতে পারবে ব্যাংক। ব্লক অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের প্রযোজ্য ক্ষেত্রে অনারোপিত সুদ, স্থগিত সুদ খাতে রক্ষিত সুদ (ইন্টারেস্ট সাসপেনস একাউন্ট) ও সম্পূর্ণ বা আংশিক দণ্ড সুদও মওকুফ করতে পারবে। তবে মূল ঋণ এবং মামলা খরচ মওকুফ করা যাবে না।

ব্যাংকের পরিচালনা পর্ষদ রফতানি বাণিজ্যে নিয়োজিত ট্যানারিগুলোর ঋণ পুনঃতফসিল ও নতুন ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রচলিত ডাউন পেমেন্ট শিথিল করতে পারবে। এক্ষেত্রে প্রয়োজনে কেইস-টু-কেইস ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণ করা যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্লক ঋণ হিসেবে স্থানান্তরিত বা পুনঃতফসিলকৃত ঋণ রফতানি বিল হতে সমন্বয় করা যেতে পারে, রফতানি বিল হতে ঋণের কিস্তি পরিশোধ সম্ভব না হলে ঋণ গ্রহীতা নিজস্ব উৎস হতে পরিশোধ করবে।

নির্ধারিত সময়ে ঋণ আদায় না হলে ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং এর প্রচলিত নিয়ম প্রযোজ্য হবে এবং ব্যাংকে তার প্রচলিত নিয়মে ঋণ আদায় নিশ্চিত করতে হবে।

নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত ঘাটতি থাকলে গ্রাহককে নতুন (ফ্রেস) জামানত প্রদান করতে হবে। এছাড়া, ট্যানারি শিল্প প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান বন্ধকী সম্পত্তির বিপরীতে সমমূল্যের সহায়ক জামানত প্রদান করা হলে বন্ধকী সম্পত্তি ছাড় করা যাবে।