নিজস্ব প্রতিবেদক : আপিল বিভাগের রায়ে কামারুজ্জামানের রিভিউয়ের কোনো সুযোগ নেই বলে মনে করে রাষ্ট্রপক্ষ।
সোমবার আপিল বিভাগে কামারুজ্জামানের রায়ের পর এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রিভিউয়ের কোনো সুযোগ আছে বলে মনে করি না। কাদের মোল্লার পক্ষ থেকেও আপিল করা হয়েছিল। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছেন।’
তিনি বলেন, ‘সংবিধানের ১০৫ নম্বর আর্টিকেল কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। কামারুজ্জামানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না। কারণ এটি একটি বিশেষ আইনের বিচার।’
আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন ১০৫ নম্বর আর্টিকেল অনুযায়ী তারা রিভিউ করবেন।
এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে অ্যাটর্নি জেনারেল, ‘এটা তাদের মত। কিন্তু আমার অভিমত হলো, রিভিউয়ের কোনো সুযোগ নেই।’
রায় কার্যকরের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘রায়ের কপি প্রকাশের পর তা কারাকর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এর পর কবে তা কার্যকর হবে সেটা নির্ভর করে সরকারের ওপর।’
পূর্ণাঙ্গ রায় কবে প্রকাশ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নির্ভর করবে উচ্চ আদালতের ওপর। অনেক সময় দেখা যায়, আদালত সর্ট অর্ডার দেন। সর্ট অডার দিলে তাড়াতাড়ি হবে।’
তিনি জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই কাদের মোল্লার রিভিউ করা হয়েছিল। একজন আসামি যেকোনো আইনে আবেদন করতে পারেন।
মাহবুবে আলম বলেন, ‘এ রায়ে আমরা স্বস্তি পেয়েছি।’