ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগকে প্রতিরোধ করতে হবে

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩, ২০১৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

rizviনিজস্ব প্রতিবেদক : সর্বত্র আওয়ামী লীগকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহসাচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার বিকেলে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জনগণের প্রতি এ আহ্বান জানান।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগের কারণেই এখন সবচেয়ে অন্ধকারতম সময় গ্রাস করেছে সমগ্র জনজীবনকে। তাই এই মূহুর্তেই তাদেরকে পথে, ঘাটে, নগরে, বন্দরে, গ্রামে-গঞ্জে প্রতিরোধ করতে হবে।’
‘৭৪ এর দুর্ভিক্ষের মতো ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতেও ষড়যন্ত্র হয়েছিলো’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘নিষ্ঠুর গণধিকৃত শাসকরা তাদের অপকর্মের সাফাই গাইতে ষড়যন্ত্রতত্ত্ব খুঁজে বেড়ায়। নিজেদের ব্যর্থতা, অনাচার, সর্বগ্রাসী দুর্নীতি, বেপরোয়া লুটপাট, রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ, খুন, জখম এবং বিভৎস সন্ত্রাসের ফলে সৃষ্ট দেশব্যাপী নৈরাজ্যকে ঢাকা দিতেই ষড়যন্ত্র, বিদেশি চক্রান্ত ইত্যাদি শব্দগুলির চর্বিতচর্বণ করেন।’
৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় বাকশাল গঠন করে শেখ হাসিনা জনগণকে প্রতারিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তিনিই (শেখ হাসিনা) জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এই ষড়যন্ত্রের ঘষেটি বেগম স্বয়ং প্রধানমন্ত্রী। তিনিই চক্রান্ত করে ব্যাপকহারে গণতন্ত্রকামী বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছেন।
‘মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এই  বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকাটা এতটাই মজাদার যে, ক্ষমতার সুখের মখমলের গদি ছাড়তে তাদের মন চায় না। তবে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখে মধ্যবর্তী নির্বাচন না দিলে তাদের যে মধ্যবর্তী সর্বনাশের সম্ভাবনা হতে পারে সে সম্পর্কেও আওয়ামী নেতাদের সচেতন থাকা উচিৎ।’
রিজভী আহমেদ বলেন, ‘সরকার একজন ব্যক্তির ইচ্ছার ওপর গঠন হয়না, জনগণের ‘জেনেরেল উইল’ হচ্ছে চূড়ান্ত, কারণ এই সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধের সরকার। ক্ষমতালিপ্সা তলে তলে যতই প্রসারিত করবে ততই তাদের বিপদের সম্ভাবনা থাকবে। জনগণকে বন্দী করে কেউ কোনদিন শান্তিতে থাকতে পারে না।’
গত পরশু দিন নাটোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনসভায় গান গাওয়ার অপরাধে  বিশিষ্ট শিল্পী ও বাউল, জেলা জাসাসের যুগ্ম সম্পাদক ও সদর থানা সভাপতি জনাব আব্দুল খালেককে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘তার মাথার চুল কেটে ফেলা হয়েছে। তার অপরাধ সে সরকারের দুর্নীতির ওপর একটি গান গেয়েছিল। সে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।’
এ সময় অন্যদের মধ্যে নগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।