নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের মতো ফল্ট কীভাবে এড়ানো যায় তা বের করার জন্য আগামী একমাসের মধ্যে বিদেশ থেকে পরামর্শক আনা হচ্ছে।
সোমবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদ সম্মেলনে এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিফ্রিং করা হবে।’
৩০ বছরের পুরোনো লাইনগুলোকে দুর্বল উল্লেখ করে তিনি বলেন, ‘ন্যাশনাল গ্রিড ফেইলার হলে তা থেকে উদ্ধার হতে ২/৩ দিন সময় লাগে। কিন্তু আমরা খুব দ্রুত রিকভার করতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। তবে এখনও শঙ্কামুক্ত নই।’
নসরুল হামিদ বলেন, ‘হাসপাতালসহ যে কোনো জরুরি প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যাক আপ রাখা প্রয়োজন, যাতে জরুরি প্রয়োজনে বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয়ের জন্য আমরা দুঃখিত। জনগণ ধৈর্য্য ধরেছে বলে এ বিপর্যয় তাড়াতাড়ি সমাধান করতে পেরেছি।’