নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে তাজিয়া মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জানে আলম মুন্সি জানান, পবিত্র আশুরাকে সামনে রেখে দুপুর দেড়টার দিকে শিয়া সম্প্রদায়ের লোকজন একটি মিছিল বের করে। মিছিলটি শিয়া মসজিদ অতিক্রম করে তাজমহল রোড দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ইটপাটকেল ছোড়া হয়। এতে বেশ কয়েকটি দোকানের কাঁচের গ্লাস ভেঙে যায়।
তিনি জানান, শিয়া সম্প্রদায়ের মিছিলে ছদ্দবেশে থাকা কোনো জামায়াত-শিবির কর্মী হয়তো এ ঘটনা ঘটিয়েছে। তবে নিশ্চিত না হওয়ায় কাউকে আটক করা যায়নি।