নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিআরটিসি বাসচাপায় আক্কাস আলী (৩০) নামে এক পেপার বিক্রেতা নিহত হয়েছেন।
সোমবার ভোর ৬টার দিকে ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে। তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ভোর ৬টার দিকে ফার্মগেট জনতা ব্যাংক শাখার সামনে বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেপার বিক্রেতা আক্কাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পকেটে থাকা মোবাইল থেকে আত্মীয়স্বজনকে খবর দিলে তার বোন সখিনা বেগম ঢামেক মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন।
সখিনা জানান, তাদের গ্রামের বাড়ি খুলনা। তারা ২৪২/২ তেজকুণিপাড়া তেজগাঁও থাকেন। আক্কাসের স্ত্রীর নাম শারমিন বেগম। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ।