ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কামারুজ্জামানের রায় রিভিউয়ের নোটিশ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩, ২০১৪ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

kamruzzamanনিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদনের নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার কামারুজ্জামানের আপিলের রায় প্রকাশের পর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় নোটিশটি পাঠানো হয়। মামলায় অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদিন এ নোটিশ পাঠান।
একই সঙ্গে অ্যাডভোকেট জয়নুল আবেদিন রিভিউ আবেদন দায়ের করার জন্য আপিল বিভাগের রায়ের সার্টিফাইড কপি পাওয়ারও আবেদন করেন।
রিভিউ আবেদনের নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম।
প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার সকাল ৯টা ১০ মিনিটে বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।
বেঞ্চের বাকি চার সদস্য হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
রায়ের প্রতিবাদে বুধবার সকাল থেকে হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলাম।