ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বাস ধর্মঘট প্রত্যাহার

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩, ২০১৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি : অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির নেতারা।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় ধর্মঘট প্রত্যাহারের সিন্ধান্ত নেয়া হয়।
সভা শেষে জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, বরিশাল-ঢাকা মহাসড়কে আলফা, নছিমন, করিমন ও মাহেন্দ্রা চলাচল বন্ধে জেলা প্রশাসক আশ্বাস দেয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, আলোচানার মাধ্যমে মালিক-শ্রমিক নেতারা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
মালিক সমিতির দাবি ও হাইকোটের নির্দেশ বাস্তবায়নে মঙ্গলবার থেকে প্রতিদিন মহাসড়কে আলফা, নছিমন, করিমন ও মাহেন্দ্রা চলাচল বন্ধে অভিযান চলবে বলেও জানান জেলা প্রশাসক।
সভায় আরও উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার (এসি) মাহমুদ হাসান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহীন ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য, বরিশাল-ঢাকা মহাসড়কে আলফা, নছিমন, করিমন ও মাহেন্দ্রা চলাচল বন্ধের দাবিতে রোববার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে মালিক-শ্রমিক সমিতি।