চবি প্রতিনিধি : জামায়াতের ডাকা টানা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সি-১ থেকে সি-৩ এবং বি-২ থেকে বি-৭ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে সি-১ থেকে সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
কলা ও মানববিদ্যা অনুষদেও অধীনে বি-২ থেকে বি-৭ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বরের পরিবর্তে ৭ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র এবং সময় অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, আইন অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষা পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।