ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

৫০ সন্তানের বাবা হতে চান পঞ্চাশোর্ধ তেকিন!

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩, ২০১৪ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

2আন্তর্জাতিক ডেস্ক : বিচিত্র এক স্বপ্নের জাল বুনে চলেছেন তুরস্কের এক মধ্যবয়সী পুরুষ।অর্ধশত মানে ৫০ ছেলেমেয়ের বাবা হতে চান তিনি। তার চার স্ত্রী গর্ভে ইতিমধ্যে ৩২ জন ছেলেমেয়ে জন্ম নিয়েছে। কিন্তু এতেও তৃপ্তি মেটেনি তার। চাই আরো অ-নে-ক শিশু। স্থানীয় ‘দা হুরিয়াত ডেইলি নিউজ ওয়েবসাইট’য়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
৫৪ বছরের হালিত তেকিন তুরস্কের প্রচলিত বহু বিবাহ বিরোধী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চার চারটি বিয়ে করেছেন। তিনি প্রথম বিয়ে করেছিলেন ১৯৮২ সালে। সম্প্রতি এই স্ত্রীর ঘরে আরো একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। ছেলেকে পেয়ে দারুন খুশি দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের বাসিন্দা তেকিন। ছেলের নাম রেখেছেন আহমেদ। এ সম্পর্কে স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন,‘আজ আমি ৩২ জন ছেলে মেয়ের বাবা হলাম। এদের ১২ জনই ছেলে। বাকিরা মেয়ে। আমি তাদের সবাইকে একই রকম ভালোবাসি। আল্লাহ যদি হায়াত দেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে  আমি ৫০ জন ছেলেমেয়ের বাবা হতে চাই।’
তেকিনের স্ত্রী এবং তাদের ছেলেমেয়েরা আলাদা আলাদা বাড়িতে থাকেন। কেননা এক বাড়িতে তাদের সবার জায়গা হয় না। আলাদা থাকলেও সবাই ভালো আছেন এবং সবার মধ্যে সম্পর্কও ভালো।
তুরস্কের পার্লামেন্টের ২০১৩ সালের এক জরিপে দেখা যায়, দেশটিতে ৩ লাখ ৭২ হাজার পুরুষ বহুবিবাহ করেছেন।
তুর্কি প্রেসিডেন্ট রেসেপ এরদোগানও একাধিক ছেলেমেয়ের পক্ষে। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি প্রায়ই দেশের জনগণকে কমপক্ষে তিনটি সন্তান নিতে বলতেন। ২০১৩ সালে এক বিবৃতিতে তিনি বলেছিলেন,‘প্রতিটি পরিবারেরই কমপক্ষে তিনটি সন্তান নেয়া উচিত। কেননা আমাদের জনসংখ্যা বুড়িয়ে যাচ্ছে।’