ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সাপ্তাহিক ছুটি খেয়ে ফেলেছে সরকারি ছুটিগুলো

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩, ২০১৪ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

calendar

নিজস্ব প্রতিবেদক : ২০১৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি খেয়ে ফেলেছে সরকারি ছুটিগুলোকে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, ‘এই ছুটির তালিকায় সর্বোমোট ২৫ দিন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিই ১১ দিন।’
সাধারণ ছুটির বিষয়ে সচিব জানান, ‘২০১৫ সালের সাধারণ ছুটি ১৫ দিন। এর মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটির মধ্যে পড়বে। কাজেই নিট ছুটি দাঁড়াচ্ছে ৬ দিন।
তিনি জানান, নির্বাহী আদেশে সরকারি ছুটি ৮ দিন। এর মধ্যে সাপ্তাহিক ৩ দিন। এছাড়া ঈদে মিলাদুন্নবী(স.) উপলক্ষে ছুটি ২ দিন। এই ছুটিগুলো হচ্ছে ২০১৫ সালের ৪ জানুয়ারি এবং ২৪ ডিসেম্বর।
এদিকে পাইপলাইনে বৈদেশিক সাহায্যের সঞ্চিতি ও এর ব্যবহার সম্পর্কিত প্রতিবেদন মন্ত্রিসভায় অবহিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯.৩ বিলিয়ন ডলার সঞ্চিতি রয়েছে এবং স্বাধীনতার পর এ পর্যন্ত ৮৬.৮৯ বিলিয়ন ডলার বৈদেশিক সাহায্য পাওয়া গেছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প বাস্তবায়নে গড়ে প্রায় ৬ বছর লাগে। এর কারণ প্রকল্পে জনবল নিয়োগ করতে দেরি হয়। ডিপিডি প্রণয়নে বিলম্ব হয়, উন্নয়ন সহযোগীদের কাজেও বিলম্ব হয়। যেমন তাদের অনাপত্তি নিতে হয়।
মন্ত্রিসভা কাজ দ্রুত গতিতে করার জন্য প্রকল্পের মনিটরিং ও ত্রিপক্ষীয় সভার তাগিদ দিয়েছে।