ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সব রায় কার্যকর করা হবে

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩, ২০১৪ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

Sheikh-Hasina
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ওয়াদা ছিল জনগণের কাছে। ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবো। সেই বিচার শুরু হয়েছে। রায় আমরা কার্যকর করতে শুরু করেছি। বাংলার মাটিতে প্রত্যেকটা রায় কার্যকর করা হবে।’
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘তিনি শুধু অবৈধ অবৈধ করেন। আসলে আয়নায় চেহারা দেখলে নিজেকে অবৈধই মনে হবে। কারণ অবৈধভাবে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের মধ্য দিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন। অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন করতে তিনি (খালেদা জিয়া) বাধা দিয়েছেন। নির্বাচনে না গিয়ে তিনি যে ভুল করেছেন, জনগণ তার মাশুল দেবে কেন?’
শেখ হাসিনা বলেন, ‘কাগজে খবর বেরিয়েছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ২৫ ভাগ আসনে কংগ্রেস সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তা হলে কি তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে অবৈধ বলবেন?’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পার্লামেন্টের স্পিকার ড. শিরীন শারমিন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিইউ) সভাপতি এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন। সারা বিশ্বের স্পিকার ও সংসদ সদস্যরা তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যদি অবৈধই হবে তা হলে তারা বাংলাদেশের সংসদ সদস্যদের ভোট দিলেন কেন? সারা বিশ্ব আমাদের স্বীকৃতি দিয়েছে। আর তিনি অবৈধ অবৈধ বলছেন।’
জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মী সমর্থক ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশ যোগ দেন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান।
বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধুর এই দিনটি প্রতিবছর জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।