আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেস সংক্ষেপে আইএস ইরাকের আনবার প্রদেশে এক সুন্নি উপজাতি গোত্রের ৩২২ সদস্যকে হত্যা করেছে। দেশটির মানবাধিকার মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, একটি কুয়ার ভিতর থেকে ৫০টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই আল বু নিমর গোত্রের সদস্য। এদেরকে হত্যা করেছে আইএস। এছাড়া একই গোত্রের আরো ৬৫ জনকে অপহরণ করা হয়েছে। রোববার সকালে প্রাদেশিক রাজধানী রামাদির উত্তরের রাস আল মা গ্রামে ওই গোত্রের ওপর সর্বশেষ হামলা চালিয়েছে আইএসর জঙ্গিরা। হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে বলে ওই মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। মন্ত্রণালয় আরো জানিয়েছে, অপহৃত ৬৫ জনকে যুদ্ধবন্দি হিসেবে আটক রেখেছে আইএস। সুন্নি জিহাদি এই জঙ্গিগোষ্ঠীটি নিমরদের গবাদিপশুও লুট করেছে। এই গোত্রের জ্যেষ্ঠ নেতা শেখ নাঈম আল গাউদ বিবিসিকে বলেছেন, ‘সরকার আমাদের ছেড়ে গিয়ে আইএস-এর মুখে তুলে দিয়েছে। সরকারের কাছে অনেকবার অস্ত্র চেয়েছি। কিন্তু তারা আমাদের শুধু প্রতিশ্রুতিই দিয়েছে।’
বিবিসি প্রতিনিধি ওরলা গুয়ারিন বাগদাদ থেকে জানিয়েছেন, এই গোত্রের লোকজন প্রায় প্রতিদিনই আইএসের নির্মম নিষ্ঠুরতার শিকার হচ্ছে।গোত্র নেতারা বলছেন, রোববার তাদের যেসব সদস্যকে হত্যা করা হয়েছে এদের মধ্যে ১০ নারী ও শিশুও রয়েছে। তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে জিহাদিরা। আইএস বিরোধী অভিযানে ইরাকি সরকারকে সমর্থন করায় এই গোত্রটির ওপর এসব হত্যাযজ্ঞ চালাচ্ছে জঙ্গিরা।
চলতি সপ্তাহের গোড়ার দিকেও এই গোত্রের আরো একটি গণকবর আবিষ্কৃত হয়েছে। এছাড়া শনিবার হত্যা করা হয়েছে আল বু নিমর’র আরো ৫০ সদস্যকে।
গত মাসে রাস আল মা’র নিকটবর্তী শহর হিট আইএস জঙ্গিরা দখল করে নিলে এসব লোকজন সেখান থেকে পালিয়ে এসেছিল।