ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কান্দাহারের ডেপুটি গভর্নর নিহত

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩, ২০১৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

uftghgristanআন্তর্জাতিক ডেস্ক : অফগানিস্তানের কান্দাহার প্রদেশের ডেপুটি গভর্নর আবদুল পাটিয়াল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, রোববার রাতে কান্দাহার বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীকক্ষে বসে ছিলেন আবদুল পাটিয়াল(৩২)। কক্ষের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেযার পর তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ডেপুটি গভর্নর আবদুল ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করছিলেন। এজন্য প্রায়ই তিনি সেখানে যেতেন বলে ওই মুখপাত্র আরো জানিয়েছেন।
এদিকে কান্দাহারের ডেপুটি গভর্নরের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। এই হত্যার তদন্ত শুরু করেছে সারকারি কর্মকর্তারা।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হত্যার দায়িত্ব স্বীকার করেনি। আফগানিস্তানে সাধারণত তালেবান বিদ্রোহীরাই এ ধরনের হামলা চালিয়ে থাকে।