ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে এই সার উৎপাদন শুরু হয়।
কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইমপ্যাক্ট পাম্ব বিকল হয়ে বন্ধ হয়ে যায় আশুগঞ্জ সার কারখানার উৎপাদন। যান্ত্রিকত্রুটি মেরামতের জন্য কারখানার নিজস্ব প্রকৌশলীরা তিনদিন কাজ করে সকাল থেকে পুনরায় উৎপাদন শুরু করে।
আশুগঞ্জ সারকারখানা মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোস্তাফিজুর রহমান জানান, কারখানার নিজস্ব প্রকৌশলীরা তিনদিন চেষ্টা করে সকাল থেকে উৎপাদন শুরু করেছে।