ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জোড়া অর্ধশতকে বাংলাদেশের দিন

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩, ২০১৪ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

tamimiqbal
স্পোর্টস ডেস্ক : জয়ের পর কোনো কথা চলে না। তখন সবাই উদযাপনের মেজাজেই থাকে। কিন্তু ঢাকা টেস্ট জেতার পরও বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে ফিসফাস হয়ে ওঠা সেই প্রশ্নটাকে খুলনায় মাটিচাপা দিতে চাইলো বাংলাদেশের ব্যাটসম্যানরা। উইকেট বেশ স্লো। তাতে কী, দিনটা তো নিজেদের করে নেওয়া যায় স্লো ব্যাটিং করেও। সোমবার খুলনায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ১৯৩ রান। এজন্য উইকেট হারাতে হয়েছে তিনটি।
অনেকদিন ব্যাট হাতে প্রত্যাশার প্রতিদান দিতে পারছিলেন না ওপেনার তামিম ইকবাল। ২২ গজি উইকেটে ভক্তদের কাছে অপরিচিত হয়ে উঠেছিলেন হার্ডহিটার এ ব্যাটসম্যান। ইনিংসের পর ইনিংস হতাশা উপহার দিচ্ছিলেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম দিনে সেই তামিম জেগে উঠলেন।
সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে উইকেটের এক প্রান্ত আগলে স্বাগতিকদের রানের চাকাকে সচল রাখলেন বাঁহাতি এই ব্যাটসম্যানই। পুরো দিন উইকেটে কাটিয়ে অপরাজিত তামিম ২৪৯ বল মোকাবেলা করে নিজের নামের পাশে জমা করলেন ৭৪ রান। তামিমের মত হার্ডহিটার ব্যাটসম্যানের কাছ থেকে বেশ স্লো ব্যাটিংই দেখলো খুলনাবাসী। ইনিংসটি সাজানো মাত্র ছয়টি চারের মারে।
তামিমের সঙ্গে ২১ বলে ১৩ রান নিয়ে উইকেটে টিকে আছেন বাংলাদেশের আরেক ভরসার প্রতীক সাকিব আল হাসান। ২টি চারের মার রয়েছে তার ইনিংসে।
ঢাকা টেস্টের পর খুলনাতেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন ক্যারিয়ারের দশম টেস্ট অর্ধশতক তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। সোমবার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৫২ বল মোকাবেলা করে ৫৬ রান করে তিনাশে পানিয়াঙ্গারার শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। বাংলাদেশের ইনিংসের ৮৩তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।
তবে মুমিনুলের হঠাৎ আউট হওয়ার পর যখন একটা জুটি গড়ার প্রয়োজন ছিল, তখন তামিমের সঙ্গে সেই প্রয়োজনীয় কাজটিই করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টপ অর্ডারের এই দু’ব্যাটসম্যান মিলে তৃতীয় উইকেটজুটিতে যোগ করেন ৯৫ রান। এর আগে দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুল হককে নিয়ে ৭২ রান যোগ করেন তামিম ইকবাল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অস্টম ওভারে দলীয় সাত রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশকে থিতু হতে সাহায্য করেন মুমিনুল হক সৌরভ। ৩৫ রান এসেছে আকারে ‘ছোট্ট’ সৌরভের ব্যাট থেকে। ৩৭.৩ ওভারে পানিয়াঙ্গারার বলের ফ্লাইড বুঝতে না পেরে রিটার্ন ক্যাচ তুলে আউট হন তিনি।
তবে সবার ব্যাট হাসার দিনেও ব্যর্থতার পাকচক্র ভাঙতে পারেননি ওপেনার শামসুর রহমান। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে বড় রান উপহার দিতে না পারা শামসুর এদিন মাত্র দুই রান সংগ্রহ করতে পেরেছেন। ১৮ মিনিট ক্রিজে থেকে ১৮ বল মোকাবেলায় এই রান করেন তিনি।
৭.২ ওভারে এলটন চিগম্বুরার শিকার হন শামসুর। সফরকারী জিম্বাবুয়ের পক্ষে দুটি উইকেট নেন তিনাশে পানিয়াঙ্গারা। একটি শিকার চিগম্বুরার। দিনশেষে বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান হিসেবে ক্রিজ ছেড়েছেন তামিম ইকবাল (৭৪) ও সাকিব আল হাসান (১৩)।