ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

লিখিত রায়ের আগে ফাঁসি কার্যকর হবে বেআইনি

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৫, ২০১৪ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

Kamaruzzaman-3
নিজস্ব প্রতিবেদক :
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের লিখিত কপি বের না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা বেআইনি হবে মন্তব্য করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন।

বেলা ১টা ৫ মিনিটে সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে রিভিউ করলে কামারুজ্জামানের শাস্তি কমবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন।

‘কাশিমপুর থেকে কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামনকে স্থানান্তর করা হয়েছে। এ জন্য আপনারা রায় কার্যকরের আশঙ্কায় আছেন কি-না’ সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এমন আশঙ্কায় আমরা নেই। তবে, রায়ের লিখিত কপি বের না হওয়ার আগেই ফাঁসি কার্যকর করা হলে তা হবে বেআইনি।’

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী, ছেলে-মেয়ে, চাচাসহ ১০ স্বজন।

বুধবার সকাল ১০টা ৩৮ মিনিট থেকে বেলা ১১টা ৮ মিনিট পর্যন্ত তার কারাগারের ভেতরে সাক্ষাৎ করেন।

তবে সিনিয়র জেলসুপার ফরমান আলী বলেন, ‘আমরা তাদের (স্বজন) সাক্ষাৎ করার জন্য ডাকিনি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তারা সাক্ষাৎ করতে এসেছেন।’

উল্লেখ্য, একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় গত সোমবার ইতোপূর্বে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ।