নিজস্ব প্রতিবেদক : সাড়ে দশ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে পূবালী ব্যাংকের ম্যানেজারসহ চারজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার কমিশন এ মামলা দায়েরের অনুমোদন দেয়।
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর চকবাজার থানায় দুদকের উপ-সহকারী পরিচালক একেএম ফজলে হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
মামলার অভিযুক্তরা হলেন- পূবালী ব্যাংক লিমিটেডের বেগম বাজার শাখার ম্যানেজার মো. নুরুল ইসলাম, সলিমুদ্দিন রোড় শাখার ম্যানেজার মো. আইয়ুব নবী, চকবাজার শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. হাসান আলী ও ঋণ গ্রহণকারী মো. নাসির উদ্দিন।
প্রণব কুমার ভট্টাচার্য জানান, অভিযুক্তরা ভুয়া কাগজপত্র তৈরি করে ভুয়া ঋণের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে পূবালী ব্যাংকের চকবাজার শাখা থেকে দশ লাখ ২৫ হাজার একশ আশি টাকা উত্তোলন করে আত্মসাত করেন। বিষয়টি দুদকের প্রথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় মামলার অনুমোদন দিয়েছে কমিশন।