আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে রোববার এক বিমান দুর্ঘটনায় এর পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে ডেনভার থেকে ২৫ মাইল উত্তর-পশ্চিমের ইরি মিউনিসিপ্যাল বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয় বলে রাজ্যের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন বোর্ডের মুখপাত্র জানিয়েছেন।
মুখপাত্র পিটার কুডসন বলেন, রোববার বিকেলে এক ইঞ্জিন বিশিষ্ট পিপার পিএ-৪৬ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। বাকি দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের মুখপাত্র পিটার ক্নুডসন জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া পরিষ্কার ছিল। তিনি আরো বলেন, ‘এটি নামার সময় নাকি ওঠার সময় দুর্ঘটনায় পড়েছে তা আমরা জানি না।’ বিমানটিতে পাঁচজন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন তিনি।