নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দী ফাঁসির আসামি জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের আইনজীবীরা বলেছেন, অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সম্পূর্ণ অসত্য ভিত্তিহীন। ৩০ দিনের মধ্যে রিভিউ করার বিধান রয়েছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কারাগারের গেটে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সাংবাদিকদের একথা জানান আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
রিভিউ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জামায়াতের আইনজীবী শিশির মোহাম্মদ বলেন, ‘সংবিধান মতে জনাব কামারুজ্জামান সাহেবের রিভিউ করার অধিকার আছে। রিভিউ নিষ্পত্তির পর আসবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার কথা।’
তিনি জানান, কামারুজ্জামানের সঙ্গে পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে তার নির্দেশনার জন্যই কারাগারে দেখা করা হচ্ছে। তার নির্দেশ মোতাবেক পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
পরে সকাল সোয়া ১০টার দিকে তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, অ্যাডভোকেট মশিউল আলম।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।