ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) ডিন নির্বাচনে আওয়ামীপন্থি নীলদলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে ১০টি অনুষদের মধ্যে আটটিতেই আওয়ামীপন্থি শিক্ষকরা জয় লাভ করেন। বাকি দুটি অনুষদ আইন ও ফার্মাসিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থিদের সাদাদল।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট্গ্রহণ অনুষ্ঠিত হয়। ভো গণনা শেষে নির্বাচন কমিশনার ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ ফলাফল ঘোষণা করেন।
অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১১৫৬ জন ভোটারের মধ্যে ১১১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।