ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আল কায়েদার ভিডিও ডাবিং করে আনসারুল্লাহ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৬, ২০১৪ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ansarullahনিজস্ব প্রতিবেদক : আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া উইংয়ের প্রধান মোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মিরপুর থানার সন্ত্রাস বিরোধি আইনের একটি নতুন মামলায় তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন আসামিকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। একইদিন ওই আসামির রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফরহাদ মাহমুদ উল্লাহ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার জানান, আল কায়েদা প্রধান আল জাওয়াহিরির ভিডিও বার্তা বাংলায় ডাবিং করেছে এই মোর্শেদ আল মাসুমই।
ডাবিং করে তিনি তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছেন। মোর্শেদ আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া উইংয়ের প্রধান। তিনি সারা বিশ্বের বিভিন্ন জঙ্গিসংগঠনের সঙ্গেগণসংযোগ চালাতেন।
তার সঙ্গে বিশ্বের বড় বড় জঙ্গি নেতাদের ভালো পরিচয় আছে তা প্রথমিকভাবে বলা যায়।এ বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
মনিরুল ইসলাম বলেন, ‘২০১১ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন মোর্শেদ আলম মাসুম।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি এইচপি ল্যাপটপ, একটি নোকিয়া এন-৭৫ মোবাইল সেট, আসুসের ডিভিডি, প্রিন্টার সফটওয়্যার, বিভিন্ন ভিডিও সিডি,দেশি-বিদেশি জঙ্গি বই ইত্যাদি উদ্ধার করা হয়।
গতকাল বুধবার রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর কল্যাণপুরএলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছর ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যার মধ্য দিয়ে আলোচনায় উঠে আসে উগ্রপন্থি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ। তারপরও থেমে থাকেনি সংগঠনটির তৎপরতা। মুফতি জসীমুদ্দীন রাহমানী এ সংগঠনের প্রধান।
২০০৪ সালে রিসার্চ সেন্টার ফর ইউনিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (আরসিইউডি) নামে একটি এনজিওর নিবন্ধন নেন মুফতি জসীমুদ্দীন রাহমানী। রাজধানীর হাজারীবাগে একটি অফিসও খুলে বসেন তিনি। বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহায়তায় ওই এনজিওর কার্যক্রম চালানোর কথা থাকলেও এটিই হয়ে ওঠে দুর্ধর্ষ জঙ্গি তৈরির আঁতুড়ঘর।
সংস্থাটির অধীনে প্রশিক্ষিত জঙ্গিদের পাঠানো হয় ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তানসহ ধর্মীয় যুদ্ধ চলছে এমন কয়েকটি রাষ্ট্রে। একপর্যায়ে আরসিইউডির যুদ্ধফেরত জঙ্গিদের নিয়ে বাংলাদেশেই সশস্ত্র জিহাদের লক্ষ্যে গঠন করা হয় কঠোর উগ্রপন্থি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এর আগে তারা জামায়েতুল মুসলিমিন নামে একটি জঙ্গি সংগঠন গড়ার চেষ্টা করে।