নিজস্ব প্রতিবেদক
মানবপাচার ভিক্টিমদের উদ্ধার, প্রত্যাবাসন ও পুনর্বাসন বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভারতের স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীর মঙ্গলবার ঢাকা সফরকে সমানে রেখেই এটি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ২৮তম বৈঠকে এটি উত্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভুঁইঞা এ প্রসঙ্গে বলেন, ‘নারী ও শিশু পাচাররোধে ভারতের সঙ্গে একটি চুক্তি করা হচ্ছে। যারা পাচার হয়েছে তাদেরকে ফেরত এনে সঠিক ধারায় যুক্তকরণের লক্ষ্যে সমঝোতা স্মারকটি করা হয়েছে। চুক্তির ভিত্তিতে ভারত ও বাংলাদেশ একই পদ্ধতিতে কাজ করবে। তবে অপরাধীর শাস্তি নিজ নিজ দেশের আইনের মাধ্যমে করা হবে।’
এ সমঝোতা স্মারকটি ভারত সরকার আগেই অনুমোদন দিয়েছে বলে জানান সচিব।
তিনি বলেন, ‘আগামীকাল ভারতের স্বরাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন। এসময় দু’দেশের সচিব পর্যায়ে চুক্তিটি স্বাক্ষর হবে। চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা দু’দেশের বাহিনী একে অপরকে সহায়তা করবে। সেই সঙ্গে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একে অপরকে সহযোগিতা করবে। এছাড়াও যেসব বেসরকারি সংস্থা নারী ও শিশু পাচার, সীমান্ত নিয়ে কাজ করছে তারাও একে অপরকে সহযোগিতা করবে।’
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দিতে ভারতের স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী ২ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। এ বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর এবং নারায়ণগঞ্জে সাত খুনের আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার ইস্যু বলে জানা গেছে।