ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কিংবদন্তি সোবার্সকে ছুঁলেন সাকিব

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৬, ২০১৪ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

sakibস্পোর্টস ডেস্ক : আরো উজ্জল সাকিব আল হাসান।  আরো রাজকীয় বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।  জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি ও পাঁচ উইকেট তুলে নিয়ে উইন্ডিজ কিংবদন্তি গ্যারি সোবার্সকে ছুঁলেন সাকিব।
পাকিস্তানের বিপক্ষে ২০১১ সালে ক্যারিয়ার সর্বোচ্চ ১৪৪ রান করার পর বল হাতে ঘূর্ণি উঠিয়ে ছয়টি উইকেট নিয়েছিলেন সাকিব।  সুতরাং খুলনায় দ্বিতীয়বার ওই কীর্তি গড়লেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।  এর আগে অনুরুপ নজির দেখিয়েছেন গ্যারি সোবার্স, মুস্তাক মোহাম্মদ ও জ্যাক ক্যালিস।
অবশ্য একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার সর্বোচ্চ কীর্তিটা আরেকজনের। তিনি ইয়ান বোথাম। ইংলিশ অলরাউন্ডার সর্বোচ্চ পাঁচবার এই নজির দেখান। প্রসঙ্গত, এক টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার সর্বশেষ তিনটি রেকর্ডই বাংলাদেশীদের দখলে। সাকিবের ডাবল কীর্তির মাঝখানে গত বছর এই রেকর্ড গড়েন সোহাগ গাজীও। সেবার প্রতিপক্ষ চিল নিউজিল্যান্ড।
৩৬ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত সাকিব ৫৮ ইনিংসে বল করে ১৩ বার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান। মোট উইকেট সংখ্যা ১৩৪টি। আর ব্যাট হাতে ৩৮২১ রান সাকিবের। এতে সেঞ্চুরি দুটি, অর্ধশতক ১৬টি।