নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ মাথায় নিয়ে দায়ে অবশেষে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন স্বাস্থ্য মন্ত্রাণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন মিঞা।
বৃহস্পতিবার তিনি অবসরে যাওয়ার ঘোষণা দেন।
এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবসংযোগ কর্মকতা পরীক্ষিত চৌধুরী এক ক্ষুদে বার্তায় এ খবর নিশ্চিত করেন।
ওই বার্তায় বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন মিঞা সেচ্ছায় অবসর নিয়েছেন।
উল্লেখ্য, তথ্য গোপন করে মুক্তিযোদ্ধা সনদ নেয়ার অভিযোগে গত ২২ সেপ্টেম্বর স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন মিঞাসহ চার কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে আদেশ জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এরপর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশের পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে।