
মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাংসদ মো. গোলাম ফারুক প্রিন্স, বামে মঞ্চে উপবিষ্ট এবিএম মোস্তাফিজুর রহমান এবং ডানে আলহাজ মো. মোশাররফ হোসেন ও রায়হানা ইসলাম ।
নিজস্ব প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কর্তৃক বাস্তবায়নাধীন দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি)’র উদ্যোগে পাবনা সদর উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় গত ৫ নভেম্বর কৃষক সমাবেশ ও মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. গোলাম ফারুক প্রিন্স।
উপজেলাস্থ রাজাপুর গ্রামে শতাধিক কৃষক কৃষাণীর উপস্থিতিতে ‘অধিক ঘন লিচু চাষ’ শীর্ষক এ মাঠ দিবসে প্রদর্শনী বাস্তবায়নকারী রাজাপুর গ্রামের কৃষক ও জমির মালিক মো. সোনাই মল্লিক প্রদর্শনীর বাস্তবায়ন কৌশলসহ বিভিন্ন কর্মকা-ের বিশদ বিবরণ তুলে ধরেন। অধিক ঘন পদ্ধতিতে লিচু চাষের কলাকৌশল এবং লাভবান হওয়ার উপায় নিয়ে তিনি তার বাস্তবধর্মী বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রায়হানা ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. লোকমান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনা জেলার উপ-পরিচালক এবিএম মোস্তাফিজুর রহমান।