স্পোর্টস ডেস্ক : বাংলদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের শেষ দিনে ব্যাট করতে নেমে স্বাগতিক স্পিনারদের ঘূর্ণির শিকার হয়ে বিপর্যস্ত জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। সাকিব, তাইজুল ও জুবায়ের হোসেনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন জিম্বাবুয়ের নয় ব্যাটসম্যান।
স্বাগতিকদের জয়ের জন্য তৃুলে নিতে হবে এক উইকেট। আর ২০ ওভার পার করতে পারলেই জিম্বাবুয়ে ড্র নিশ্চিত করে সিরিজ হার এড়াতে পাড়বে।
সর্বশেষ খবর, ৪৬.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪২ রান যোগ করেছে জিম্বাবুয়ান ব্যাটসম্যানরা। ব্যাট করছেন তিনাশিপানিয়াঙ্গারা (০) । সাজঘরে ফিরেছেন আউট হয়ে ফিরেছেন চারি (৪), রাজা (৯), টেইলর (০), চাকাভা (২৭), মাসাকাদজা (৬১), ওয়েলার (০), চিগুম্বুরা (১২), সোয়াঙ্গি (০) ও চাতারা (০)।
৩১৪ রানের লক্ষ্যে মাত্র ১৫ রান তুলতেই তিন উইকেট হারিয়েছিল সফরকারীরা। এরপর মাসাকাদজার সঙ্গে চাকাভা ও অরভিন জুটি বেধে ১০০ পাড়ি দেয় জিম্বাবুয়ে।
শেষ দিনে উইকেটে স্পিন ভাল করছিল সেটা জিম্বাবুয়ের স্পিনার এম সোয়াঙ্গি একাই চার উইকেট নিয়ে দেখিয়েছেন। তাই সাকিব আল হাসান ও তাইজুল ইসলামকে দিয়েই ইনিংস শুরু করেন অধিনায়ক মুশফিক। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ১৫ রান দিয়েই তিন উইকেট তুলে নিয়েছেন দলের সেরা দুই স্পিনার। সাকিব আল হাসান সিকান্দার রাজা ও ব্রেন্ডন টেইলরকে ক্যাচ আউট করে সাজঘরে ফেরান। তার আগে তাইজুল ইসলাম ব্রায়ান চারিকে কট এন্ড বোল্ড করে এনে দেন স্বাগতিকদের প্রথম ব্রেক থ্রু।
এর আগে দ্বিতীয় ইনিংসে রিয়াদ-শুভাগতর অর্ধশত রানে তিনশত রানের লিড পাড়ি দেয় বাংলাদেশ। ৮৩.৫ ওভার নয় উইকেট হারিয়ে ২৪৮ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে লিড দাড়াঁয় ৩১৩ রান। বাংলাদেশের পক্ষে শেষ দিন মাহমুদুল্লাহ রিয়াদ ৭১, হাদত হোসেন ৩, তাইজুল ইসলাম ১ ও শুভাগত হোম ৫০ রান করে আউট হন । প্রথম ইনিংসে বাংলাদেশ সাকিব ও তামিমের সেঞ্চুরিতে ৪৩৩ রান করে অল আউট হয়। জবাবে জিম্বাবুয়ে মাসাকাদজার অনবদ্য এক সেঞ্চুরিতে করে ৩৬৮ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩৩/১০, তামিম ইকবাল ১০৯, সাকিব আল হাসান ১৩৭, মুমিনুল হক ৩৫, মাহমুদউল্লাহ ৫৬ ও তাইজুল ৩২। পানিয়াঙ্গারা ৪৯/২, চাতারা ৬১/২, ওয়েলার ৬৫/২।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৪৮/৯, মুমিনুল হক ৫৪, মাহমুদউল্লাহ রিয়াদ ৭১,শুভাগত হোম ৫০। (লিড ৩১৩)
জিম্বাবুয়ের প্রথম ইনিংস: ৩৬৮/১০, মাসাকাদজা ১৫৮, চাকাভা ১০১, টেলর ৩৭। সাকিব আল হাসান ৮০/৫, তাইজুল ইসলাম ৯৬/৩ রুবেল হোসেন ৫৫/২২।
জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস: ৩১৪ রানের টার্গেট নিয়ে শেষ দিন ব্যাট করছে জিম্বাবুয়ে।