সেনা প্রহরায় চলছে পিটিভি
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা রেড জোনে সোমবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু করছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ(পিটিআই’র কর্মী সমর্থকরা। গত ৪৮ ঘণ্টার বিক্ষোভে কমপক্ষে তিন জন নিহত এবং আরো কয়েক শ’ লোক আহত হয়েছে।
সোমবার সকালে বিক্ষোভকারীরা দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিআই কার্যালয়ে ঢুকে পড়লে এর সম্প্রচার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে সেনা প্রহরায় ফের সম্প্রচার শুরু হয়েছে বলে ডন পত্রিকা জানিয়েছে।বিক্ষোভকারীরা টেলিভিশন ভবনে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে টিভি কর্তৃপক্ষ। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন পিটিআই নেতা এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত কয়েকদিন ধরে একটানা বিক্ষোভ চলছে। কর্মী সমর্থকদের বিক্ষোভে উৎসাহ জুগিয়ে চলেছেন ইমরান খান এবং সরকার বিরোধী আলেম তাহিরুর কাদরি। আলোচনার মাধ্যমে এই রাজনৈতিক সঙ্কটের সমাধানের আশা ক্ষীণ হয়ে পড়েছে। যদিও পাক সেনাবাহিনী সরকার ও বিরোধীদের মধ্যে এখনও মধ্যস্থতা করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে সোমবার রেড জোন এলাকায় ফের জড়ো হয় বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে ছিল লাঠি এবং গ্যাস মাস্ক দিয়ে ঢাকা ছিল মুখ। বিক্ষুব্ধ নেতা কর্মীদের পাক সেনাবাহিনীর নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছেন তেহরিক নেতা ড. তাহিরুল কাদরি।এর আগে রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরা পাকিস্তান আওয়ামি তেহরিক দলের কর্মী। শনিবার দু পক্ষের সংঘর্ষের সময় ইসলামাবাদের কনস্টিটিউশন এভিনিউতে এক পানি ভর্তি গর্তে পরে মারা গিয়েছিলেন তেহরিক দলের আরো একজন কর্মী।
এদিকে সোমবার বিক্ষোভকারীরা পুলিশের বেষ্টনি ভেঙে সরকারি ভবনগুলোতে প্রবেশের চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি ভবনের ফটক ভেঙে এতে ঢুকে পড়তে সক্ষম হয়। এতে টেলিভিশনের সম্প্রচার বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে প্রবেশ করে এবং বিক্ষোভকারীদের ভবন থেকে বের করে দেয়।
তবে পিটিভি’র ব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ মালিক বলেছেন, বিক্ষোভকারীদের হামলার সময় বেশ কয়েকটি মুল্যবান ক্যামেরা খোয়া গেছে। এছাড়া তারা ভবনেও ভাঙচুর চালায় বলেও তিনি অভিযোগ করেছেন।
তবে তার এ অভিযোগ নাকচ করে দিয়েছেন ইমরান খান। এক বিবৃতিতে তিনি বলেছেন,‘আমি বিক্ষোভকারীদের ওই এলাকায় যে কোনো ধরণের সহিংসতা এবং পার্টির বদনাম হয় এমন কোনো তৎপরতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছি।’