ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

৭ নভেম্বর হত্যা দিবস

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৭, ২০১৪ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ‘৭ নভেম্বর হচ্ছে হত্যা দিবস। এদিন অনেক সিপাহীকে হত্যা করা হয়েছিল। এদিনের পর থেকে জাতি উল্টো পথে যাত্রা শুরু করেছে।’
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘জাতীয় জেল হত্যা দিবস ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘যারা বঙ্গবন্ধুর অবর্তমানে তার নির্দেশিত পথে সফল নেতৃত্ব দিয়েছেন তারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন- শুধু জীবনে নয় মৃত্যুতেও তারা বঙ্গবন্ধুর সহচর ছিলেন। যুগ যুগ ধরে বঙ্গবন্ধু ও চারনেতাকে অনুসরণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘জেল হত্যার বিচার সুপ্রিম কোর্টের মাধ্যমে শেষ হয়েছে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর তাদের অনেকে ছাড়া পেয়েছে।’
‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন’ মন্তব্য করে নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সাথে মোশতাক জড়িত ছিল আর জিয়া ছিল পরোক্ষ চক্রান্তকারী।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। এখন ৭১ এর ঘাতকদের একের পর এক রায় প্রদান করা হচ্ছে।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘দুর্নীতির বরপুত্র বিদেশে বসে একের পর এক মিথ্যাচার করছেন। যারা হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন তাদের মুখে এ ধরনের কথা শুনতে হচ্ছে। এ সমস্ত পলাতক কাপুরুষদের দেশে আনার ব্যবস্থা করা উচিৎ।’
তিনি বলেন, ‘বাংলাদেশে আর ১৫ আগস্ট, ৭ নভেম্বর আসবে না।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিদমন আর্ন্তজাতিকভাবে স্বীকৃত হয়েছে’ দাবি করে নাসিম বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বলেছেন জঙ্গিদমন করতে হলে শেখ হাসিনার কাছে শিখতে হবে।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, আওয়ামীলীগ নেতা ফয়েজ মিয়া, হাবিবুর রহমান হাবিব, অভিনেতা ড্যানি সিড্যাক প্রমুখ।