ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি পরীক্ষার সময় নিয়ে বিভ্রান্তি

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৭, ২০১৪ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি : সারা দেশের মতো বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। কিন্তু এ পরীক্ষা নয়টায়, নাকি দশটায় শুরু হবে এ নিয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে বিভ্রান্তি। ফলে প্রতি কেন্দ্রেই বেশ কয়েকজন পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের পরে হলে ঢুকতে দেখা গেছে।
শুক্রবার সকাল নয়টায় শুরু হওয়া এ পরীক্ষার সময়সূচি জানতে বিলম্ব হওয়ায় পরীক্ষার্থীদের উপস্থিত হতে দেরি হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের।
এতে গড়ে ৫ থেকে ৬ জন শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর পনেরো মিনিট পরও হলে প্রবেশ করতে দেখা গেছে। তবে পরীক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি সময়জনিত কারণে হয়নি বলে জানালেন বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক।
কেন্দ্রের এই অনুপস্থিতির বিষয়টিকে স্বাভাবিক বলে মনে করেন তিনি।
কাগাশুরা থেকে সন্তানকে নিয়ে নগরীর পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবক আকলিমা বেগম বলেন, ‘আমরা সচারচর জেনে থাকি পরীক্ষা দশটায় শুরু হয়।  টেলিভিশনে জানাতে পেয়েছি পরীক্ষা হরতালের কারণে শুক্রবার হবে কিন্তু সকাল নয়টায় যে হবে তা উল্লেখ করেনি। এজন্য কিছু শিক্ষার্থী পরীক্ষা শুরু পর কেন্দ্রে প্রবেশ করেছে।’
মো. আনোয়ার হোসেন নামের এক অভিভাবক বলেন, ‘হরতালের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রভাব ফেলবে।’
এনিয়ে জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যন্ড কলেজে কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ম. জিয়াউল হাসান বলেন, ‘আধা ঘণ্টার মধ্যে পরীক্ষার্থী প্রবেশ করলে তার পরীক্ষা নেওয়া হবে।
অপরদিকে তারা প্রতিটি স্কুলে নির্দেশনা দিয়েছেন নয়টায় পরীক্ষা শুরু হবে। প্রচারের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি।’
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)  মো. আবুল কালাম  আজাদ বলেন, ‘সুন্দর পরিবেশে নির্বিঘ্নে সুষ্ঠু ভাবে পরীক্ষা হচ্ছে।
বরিশাল শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইনের দেওয়া তথ্য অনুযায়ী এবারের  পরীক্ষায় ১ হাজার ৬৬৬টি স্কুল থেকে ৯৮ হাজার ৯৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এরমধ্যে ৫১ হাজার ২৩১ ছাত্রী এবং ৪৭ হাজার ৭৫৯ ছাত্র। তবে পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা পরীক্ষা শেষ না হলে বলতে পারবেন না বলে জানান এই কর্মকর্তা।