কুষ্টিয়া প্রতিনিধি : মানবাতাবিরোধী অপরাধের বিচারে জামায়াত নেতাদের দণ্ডের প্রতিক্রিয়ায় বিএনপি প্রকাশ্যে কিছু না বললেও গোপনে জামায়াতের সঙ্গে যোগাযোগ রাখছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
শুক্রবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট চাউল্ড কেয়ার জুনিয়র সেকেন্ডারি স্কুলে এক আলোচনা সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের সঙ্গে কোনো আতায়াত হয়নি দাবি করে হানিফ বলেন, ‘গোপন চুক্তির বিষয়টি কাল্পনিক। কাল্পনিক কথাবার্তা বলে জনগনকে বিভ্রান্ত করার সুযোগ নেই।’
হাফিফ বলেন, ‘পাকিস্তানের অপরাজনীতি এবং অপসংস্কৃতি এ দেশে প্রতিষ্ঠিত হতে পারছেনা বলে বেগম জিয়ার মনে ক্ষোভ থাকতে পারে।’
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘১০ম সংসদ নিবার্চনে না অংশ না নিয়ে তিনি যে ভুল করেছেন, অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসার কোন সুযোগ নেই। আর এই হতাশার কারণেই নানা সময় তিনি নানা প্রলাপ বকে যাচ্ছেন।’
এ সরকারকে শিক্ষা বান্ধব সরকার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
সরকারের নির্দেশে দুর্নীতি দমন কমিশন এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হয়নি।
অতীতের কোনো সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায়নি। বর্তমান সরকার দুনীতি দমনের বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক বলেও দাবি করেন তিনি।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।