সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল পৌনে দশটার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে গুরুতর আহত এক যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজফুলবাড়িয়া এলাকায় পৌঁছলে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা এস এম ট্রাভেলস নামের অপর একটি বাসকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। একই সময় পেছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক শাহজাদপুর ট্রাভেলস পরিবহনে ও একটি মাইক্রোবাসে ট্রাকটি পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে দুটি বাস, ট্রাক ও মাইক্রেবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যানবাহনের ভেতরে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘সংঘর্ষের পর যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’