কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নারায়ণপুর সীমান্তে বিএসএফের ধাওয়ায় নিখোঁজ বাংলাদেশি আব্দুল আউয়ালের লাশ উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ।
নিখোঁজের ২দিন পর শনিবার দুপুরে ব্রহ্মপুত্র নদ থেকে ওই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ব্রহ্মপুত্র থেকে বিএসএফ সদস্যরা আব্দুল আউয়ালকে ধরে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন ও হত্যার পর তার লাশ নদীতে ফেলে দেয়।
শনিবার দুপুরে এলাকাবাসী আউয়ালের লাশ নদীতে ভাসতে দেখে কচাকাটা থানা পুলিশকে খবর দেয়।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর হেমায়েতুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিখোঁজ বাংলাদেশি আব্দুল আউয়ালের লাশ ব্রহ্মপুত্র নদের প্রবেশ মুখ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্ত লাগোয়া অষ্টআশীর চর গ্রামের কাইছাল আলী (৬০) ও আব্দুল আউয়াল (৪৫) গরুর ঘাস কাটার জন্য ১০৪১ আর্ন্তজাতিক সীমানা পিলারের সন্নিকটে যায়। এসময় ভারতের চকিরচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফের ধাওয়ায় আত্মরক্ষায় দুই বাংলাদেশি ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়।
এসময় কাইছাল সাঁতরিয়ে তীরে ফিরলেও আব্দুল আউয়ালের খোঁজ মেলেনি।