চট্টগ্রাম প্রতিনিধি : ডাকাতের কবলে পড়ে লাইটারেজ জাহাজের নিখোঁজ ৯ শ্রমিকের সন্ধানের দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ লাইটারেজ জাহাজ ও নৌযান শ্রমিক ইউনিয়ন।
শনিবার সকাল থেকে দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দরে সব ধরনের পণ্য খালাস ও পরিবহন থেকে বিরত আছে এই দুই সংগঠনের হাজার হাজার শ্রমিক।
বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম বলেন, ‘লক্ষ্মীপুর জেলার কমলগতি উপজেলার বাতিলখাল এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাগাবাড়ীর উদ্দেশে ছেড়ে যাওয়া কর্ণফুলী ৫ নামে সিমেন্ট বোঝাই লাইটারেজ জাহাজ ডাকাতের আক্রমণের শিকার হয়। পরে সকালে বিষয়টি জানার পর দেখা যায়, ডাকতদের আক্রমণের পর ওই জাহাজে থাকা ১১ শ্রমিকের মধ্যে দুই জন ছাড়া অন্য ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে- ডাকতরা তাদের তুলে নিয়ে গেছে। এ খবর সারাদেশে আমাদের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে নিখোঁজ শ্রমিকদের সন্ধানের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হচ্ছে।’
জাহাজটি শুক্রবার সকাল ৭টায় চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্ট নিয়ে বাগাবাড়ীর উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার পথে গভীর রাত ২টায় ডাকাতদের কবলে পড়ে বলে জানান তিনি।