ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে দিলেন ইউএনও

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৮, ২০১৪ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

Noakhali1হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : দ্বীপ উপজেলা হাতিয়ার ১নং হরণি ইউনিয়নের হাতিয়া বাজার প্রাথমিক বিদ্যালয় ও জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট জুনিয়র হাইস্কুলের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রবেশ পথের প্রাচীর ভেঙে ফেললে ইউএনওর পক্ষে ভূমি কর্মকর্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অজ্ঞাতনামা ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে এ দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা হরণী ইউনিয়ন ভূমি অফিসের মধ্য দিয়ে যাতায়াত করে আসছে। ভূমি অফিসের তিন পাশে কোনো প্রাচীর না থাকলেও আগে থেকে বিদ্যালয়ের প্রবেশ পথ খোলা রেখে পশ্চিম পাশে একটি সীমানা প্রাচীর তৈরী করা হয়। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. মাইনুদ্দিনের নির্দেশে সীমানা প্রাচীর তৈরী করে প্রবেশ পথটি বন্ধ করে দেয়া হয়।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে ভূমি অফিসে তার ব্যবহৃত সরকারি গাড়িটির নিরাপত্তার অজুহাতে প্রবেশ পথ বন্ধ রাখার সিদ্ধান্তে অটল থাকেন তিনি। এতে শিক্ষার্থীরা ক্ষীপ্ত হয়ে প্রবেশ পথের সীমানা প্রাচীরটি ভেঙে দেয়।
এ ব্যাপারে হাতিয়া বাজার প্রাথমিক বিদ্যালয় ও জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক জানান, ২০০৮ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. হাবিবুল কবির চৌধুরী এ দুটি বিদ্যলয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন ছাত্র-ছাত্রীদের চলাচল ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের বন্যার্তদের দ্রুত যাতায়াতের জন্য এ পথটি উন্মুক্ত করে দেয়া হয়। দীর্ঘদিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো রকম আলোচনা ছাড়াই হঠাৎ এ পথটি বন্ধ করে দেন। এতে সাধারণ ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসতে প্রতিনিয়ত বাধার সস্মুখীন হতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. মাইনুদ্দিনের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তা মো. মামুন জানান, ইউনিয়ন ভূমি অফিসের নিরাপত্তার স্বর্থে এটি করা হয়েছে।
তবে অন্য তিন পাশ খালি রেখে শুধু পশ্চিম পাশে কেন প্রাচীর তৈরী করা হয়েছে জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি।
থানায় অভিযোগের বিষয়ে মো. মামুন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর অংশ হিসেবে থানায় একটি কপি দেয়া হয়েছে।