ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১, ২০১৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

Swicideসাভার (ঢাকা)প্রতিনিধি
সাভারে ফারজানা আক্তার (১৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী রায়হানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকা থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা ও নিহতের পারিবারিক সূত্র জানায়, নড়িয়া উপজেলার চর নড়িয়া গ্রামের মফিজউদ্দিনের মেয়ে ফারজানার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা রংমিস্ত্রী রায়হানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন।
বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। রোববার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। সোমবার সকালে নিহতের কক্ষে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজন ও স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।