ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে দ্বিতীয় সুযোগ চেয়ে আন্দোলন
পুলিশের কাছে সময় নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৮, ২০১৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

TSC-10ঢাবি প্রতিনিধি : পুলিশের কাছে সময় নিয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত শিক্ষার্থী সালমান বলেন, ‘সকাল ১০টায় আমাদের বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সময় অনুযায়ী আমরা সবাই রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হই। কিন্তু সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। পরে পুলিশের কাছে ১ ঘণ্টা সময় নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করি।’
এর আগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় ‘শিবির ধর, জবাই কর’ স্লোগান দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ঢাবি ছাত্রলীগ। আন্দোলনরত শিক্ষার্থীরা এ অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার কর ছাত্রলীগের নেতারা।
হামলার ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
প্রসঙ্গত, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় আগামী বছর থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ নেই। এর পর থেকেই এবার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা শিক্ষার্থীরা আন্দোলনে নামে।