নিজস্ব প্রতিবেদক : ‘মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে দেয়া প্রাণভিক্ষার আবেদনের সাত দিনের সময় শেষ হয়নি’ বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
‘কামারুজ্জামান প্রাণভিক্ষার জন্য সাত দিন সময় পাবেন এবং সে বিষয়টি আগামীকাল রোববারের মধ্যেই শেষ হচ্ছে, তাহলে এখন কী হবে’ এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আপিল বিভাগ থেকে প্রকাশিত রায়ের ওপরই আমাদের ব্যবস্থা নিতে হবে।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘কামারুজ্জামানকে তার ভুল স্বীকার করে প্রাণভিক্ষার জন্য সাত দিন সময় দেয়া উচিৎ। এবং এটা সাংবিধানিক নিয়ম। তাকে ক্ষমা চাওয়ার জন্য সেই সময় দেয়া হয়েছে। এখন এই সাত দিন তো শেষ হয়নি।’
শনিবার বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সেমিনারে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
কারাবিধি ৯৯১ ধারায় আসামিকে অবহিতকরণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, ‘ওই ধারাটি যদি পড়েন তাহলে দেখবেন অবহিতকরণের কথা বলা আছে। তার মানে আনুষ্ঠানিকভাবে কাগজপত্রে জানাতে হবে তা নেই। কথা হচ্ছে সে বিষয়টি তাকে জানানো হয়েছে।’
এ সময় কীভাবে কামারুজ্জামানকে বিষয়টি জানানো হলো সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চান। তিনি বলেন, ‘আদেশ যায়নি মানে কী? তাকে জানানো হয়েছে। ব্যাপারটি হলো আমি যত দূর জেনেছি “প্রিজন অফিসিয়াল হ্যাভ টোল্ড হিম দ্যাট” আপনার আপিল ডিসমিস হয়েছে। আপনার মৃত্যুদণ্ড বহাল আছে।’
কিসের ভিত্তিতে জানানো হয়েছে জানতে চাইলে মন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘তাহলে খবরের কাগজ কি মিথ্যা?’
এ সময় সাংবাদিকেরা কালকের পর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে কি না জানতে চান। উত্তরে মন্ত্রী বলেন, ‘আমি জানি না।’