নিজস্ব প্রতিবেদক : উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় বিশ্ববিদ্যালয়-ইন্ডাস্ট্রি যৌথ গবেষণার জন্য প্রকল্প প্রস্তাব আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
যৌথ এ গবেষণা প্রকল্পে পূর্ণকালীন কর্মরত একজন পোস্ট-ডক্টরাল গবেষককে প্রতিমাসে দেয়া হবে ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া পিএইচডি গবেষককে প্রতি মাসে ৫৫ হাজার টাকা ও খণ্ডকালীন গবেষককে প্রতি মাসে ২৫ হাজার টাকা দেয়া হবে।
শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইউজিসি এ প্রকল্প প্রস্তাব আহ্বান করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ইউজিসির সদস্য অধ্যাপক আব্দুল হাই শিবলী, অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. মোহাম্মদ মোহাব্বত খান, অধ্যাপক ড. মো. আখতার হোসাইন, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ জাহাঙ্গীর আলম, বিশ্বব্যাংকের প্রতিনিধি মোকলেছুর রহমান প্রমুখ।
বিশ্ববিদ্যালয়-ইন্ডাস্ট্রি যৌথ গবেষণার প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য হেকেপের ওয়েবসাইটে www.heqep-ugc.gov.bd পাওয়া যাবে।