নিজস্ব প্রতিবেদক
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ক্যান্টনমেন্ট এলাকার ভোটার তালিকা হালনাগাদের কাজ সোমবার থেকে শুরু হয়েছে। ভোটার হতে আগ্রহীরা হালনাগাদ সংক্রান্ত যে কোনো তথ্য মোবাইলে ফোন করে জেনে নিতে পারবেন। একইসঙ্গে ঢাকা মহানগরীর জেলা ও থানা নির্বাচন অফিসের ঠিকানা জানতে পারবেন তারা।
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তথ্য সংগ্রহ চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ১৮ তারিখ থেকে নিবন্ধন ও ছবি তোলার কাজ শুরু হবে। নিবন্ধনের জন্য আগ্রহীদের সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।
ভোটারতালিকা হালনাগাদের সময়সূচিসহ যে কোনো তথ্য অফিস সময়ে নিচের লিংকের ফোন নম্বরে কল করে জানা যাবে।
প্রসঙ্গত, গত ১৫ মে থেকে তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপের ১৮১টি উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের ২১৩টির মধ্যে ৯২টির চলমান রয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে এগুলো শেষ হবে।
এ ছাড়া আজ থেকে ঢাকা মহানগরসহ ১২০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।