ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

এ মাসেই ৬ জেলায় আইসিইউ সিসিইউ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৮, ২০১৪ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : বরিশালসহ দেশের ছয়টি জেলার সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হৃদরোগের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) স্থাপন করা হবে। দেশের মানুষ যেন আইসিইউ এবং সিসিইউয়ের মতো অত্যন্ত ব্যয় বহুল সেবা সরকারিভাবে পায় তার সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার মন্ত্রী এ বিষয়ে জানান, জেলার মানুষদের যেন রাজধানীর মতো সব ধরনের সেবা পান এ কারণেই আইসিইউ এবং সিসিইউ ইউনিট তৈরি করা হবে।
কবে নাগাদ করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নভেম্বর মাসের শেষের দিকে ছয়টি জেলা সদর হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ স্থাপন করা হবে।’
মন্ত্রী বরিশালের সাবেক মেয়রের উদাহরণ টেনে বলেন, ‘বরিশালে যদি আইসিইউ, সিসিইউ থাকতো তাহলে হিরণের মতো জনপ্রিয় নেতাকে হয়তো আমরা হারাতাম না। শুধু হিরণ নয় দলের অনেক জাতীয় পর্যায়ের নেতাকে অনেকটা বিনা চিকিৎসায় আমরা হারিয়েছি।’
নাসিম আরো বলেন, ‘আমি কিছুদিন আগে বরিশালে গিয়েছিলাম। সেখানের চিকিৎসা ব্যবস্থা আমি দেখে এসেছি। আমি বরিশালের সাধারণ মানুষকে কথা দিয়ে এসেছি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে আইসিইউ সিসিইউ স্থাপন করব। আমার কথা রাখতে এ মাসের মধ্যেই আইসিইউ এবং সিসিইউ স্থাপন করব।’
আইসিইউ সিসিইউতে যে ধরনের চিকিৎসক-নার্স প্রয়োজন সেগুলো কীভাবে ব্যবস্থা করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা বেশকিছু চিকিৎসক এবং নার্সদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি যাতে করে তারা জেলায় গিয়ে সেবা দিতে পারেন। সেই সঙ্গে জেলা হাসপাতালের অধ্যাপকদেরও বিশেষভাবে দায়িত্ব পালন করতে হবে। লোক বলের সঙ্কট সাময়িক। আমি আশা করছি তাড়াতাড়ি তা দূর হয়ে যাবে।’
মন্ত্রী জানান, দেশে শিশু মৃত্যর হার কমিয়ে আনতে প্রতিটি হাসপাতালে স্পেশাল চাইল্ড কেয়ার ইউনিট স্থাপনের কাজও শেষ পর্যায়ে।
তিনি বলেন, ‘দেশের অধিকাংশ মানুষই এখন সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা সেবা নিচ্ছেন।’