স্পোর্টস ডেস্ক : কয়েক মাস ধরেও বোলিং অ্যাকশন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইসিসি। সোহাগ গাজী, সাঈদ আজমল, প্রসপার উৎসেয়া, সেনানায়েকে, উইলিয়ামসনসহ আরও অনেক বোলার আন্তর্জাতিক ম্যাচে বোলিংয়ে নিষেধাজ্ঞার শিকার হয়েছেন ইতিমধ্যে। সেই ধারাবাহিকতায় যোগ হলো আরো একটি নাম।
আইসিসির সর্বশেষ বোলিং অ্যাকশন সন্দেহের শিকার হলেন জিম্বাবুয়ান অলরাউন্ডার ম্যালকম ওয়ালার।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় পেস্টে ছয় উইকেট শিকার করেন জিম্বাবুয়ের পার্ট টাইম বোলার ম্যালকম ওয়ালার। তারপরই তার বিরুদ্ধে সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ আনেন দায়িত্বরত দুই আম্পায়ার আলিম দার ও বিলি বাউডেন।
ম্যাচ অফিসিয়ালরা শুক্রবার আইসিসির পক্ষ থেকে জিম্বাবয়ে দলের ম্যানেজার মোফারো চিতুরুমানির কাছে আম্পায়ারদের রিপোর্ট জমা দেন।
ফলে ২১ দিনের মধ্যে আইসিসির পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর সে পর্যন্ত ম্যাচে বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।