স্পোর্টস ডেস্ক : জেরার্ড পিকে ও দানি আলভেজের এক ভিডিও ফুটেজ নিয়েই রটেছে এমন খবর। বার্সেলোনা দলের খেলোয়াড়দের মধ্যেই নাকি বিরাজ করছে শত্রুতা!
বার্সার হয়ে অনেক কিছু জয় করেছেন বিশ্বকাপ ও দুইবারের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী ডিফেন্ডার জেরার্ড পিকে। এসব সমীকরণ খুব কমই কাজে আসছে তার। লুইস এরিকের দলে সর্বশেষ আট ম্যাচের মাত্র চারটিতে খেলতে পেরেছেন তিনি।
এমন যখন অবস্থা তখন তিনি কাতালান ক্লাবে নিজেকে তিনি কিছুটা আলাদা ভাবতেই পারেন। দলের অনেকের সঙ্গেই তার সম্পর্কটা ভাবলেশহীন। এবার তিনি একই ব্যাপার লক্ষ্য করছেন দানি আলভেজের ক্ষেত্রেও!
সে কারণেই নাকি ভিডিওতে দেখা গেছে সতীর্থকে সতর্ক করছেন পিকে। তিনি মনে করছেন তার মতো দানি আলভেজও বিতর্কিত হয়ে পড়ছেন দলে। তার কারণ দলে ভেতরেই আছে তার শত্রু।
ওয়েলাবাওয়ের এক ভিডিও থেকেই এমন গল্প ছড়িয়ে পড়েছে মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গেছে পিকে আলভেজকে বলছেন, ‘দানি, তোমারও আমার মতো অনেক শত্রু আছে এখানে। তুমিও আমার মতো হয়ে যাচ্ছো।’
দানি আলভেজ বার্সা ছেড়ে যাবেন এমন খবর ভালই শোনা গিয়েছিল দলবদলের মৌসুমে। তাহলে বার্সেলোনার অর্ন্তদ্বন্দ্বই কী এর মূল কারণ। আর অর্ন্তদ্বন্দ্বের কারণেই কী হারতে হচ্ছে কাতালানদের? সব কিছু যদি এভাবে মিলে যায় আড়ালে থাকা কোন দ্বন্দ্বের গন্ধ পাওয়াটাইতো স্বাভাবিক।
তবে বার্সেলোনা ভিত্তিক সংবাদ মাধ্যম ‘মুন্ড দিপোর্তিভো’ অবশ্য সেই বার্সা ভক্তদের সংশয় ও সকল সঙ্কা উড়িয়ে দিচ্ছে। তাদের দেয়া তথ্য মতে এটা ছিল স্রেফ দুষ্টুমি। পিকে মজা করে আলভেজকে এমন কথা বলেছেন। তাই তাদের ভাষ্য মতে, এই ভিডিওর পেছনে এমন কোন গহীন অর্থ খোঁজাটাই বোকামি।